I Love ALLAH. Al-Qran is the complete code of life.

রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৩

কেন হাসি দরকার

প্রান খুলে হাসুন তবে দাঁত যেন দেখা না যায়। মুচকি হাসি দেওয়া সুন্নত। তাই আমরা মুচকি হাসবো।

তাহলে হাসা শুরু করুন!

কিন্তু কিভাবে হাসবেন ঠিক করতে পারছেননা? ঠিক আছে আমি সাহায্য করছি। দয়া করে 

পরুনঃ

দুই দোস্তের মধ্যে কথা হচ্ছেঃ দোস্তকে আরাম করে ঘুমাতে দেখে;

১ম জনঃ কিরে এত ঘুমাস কেন?

২য় জনঃ কেন কি হয়েছে?

১ম জনঃ কি হয়েছে মানে এত ঘুমাস কেন, কাজ করতে পারিসনা?

২য় জনঃ কাজ করে কি হবে?

১ম জনঃ কাজ করলে টাঁকা পাবি।

২য় জনঃ টাঁকা দিয়ে কি হবে?

১ম জনঃ কি হবে মানে? ভাল ভাবে আনন্দ ফুর্তি করবি।

২য় জনঃ আর…

১ম জনঃ বাড়ী গাড়ী করবি।

২য় জনঃ বাড়ী গাড়ী করে কি হবে?

১ম জনঃ গাধার মত প্রশ্ন করিস কেন? ভাল একটা বাড়ী হলে আরাম করে ঘুমুতে পারবি।

২য় জনঃ তাহলে এতক্ষন কি করছিলাম।

১ম জনঃ হাঁ ?????????

—সংগ্রহকৃত—

 

0 মন্তব্য(গুলি)

একটি মন্তব্য পোস্ট করুন