I Love ALLAH. Al-Qran is the complete code of life.

সোমবার, ২৮ অক্টোবর, ২০১৩

বাংলা ফন্ট সমস্যার সমাধান

সকল প্রশংসা মহান আল্লাহ্‌ তায়ালার।আর তার নামেই শুরু করছি।
  
অনেক সময় বাংলা ফন্টে লেখা ওয়েব সাইট গুলো আমরা পড়তে পারিনা কারন বাংলা ফন্ট নাই বা থাকলেও বাংলা লেখা পড়া যায়না। যারা একটু পুরনো অর্থাৎ বেশ দীর্ঘদিন যাবত ইন্টারনেট ব্যবহার করেন তারা এই সমস্যার সমাধান জানেন। কিন্তু যারা জানেন না আর না জানার কারনে বাংলা ব্লগ সাইট গুলো নিয়মিত ভিজিট করতে চাইলেও পারেন না বা কোন বাংলা খবর জানার জন্য বাংলা ওয়েব সাইট গুলো ভিজিট করতে পারছেন না তাদের জন্যই আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আপনাদের সমস্যার সমাধান দিতে পারব।

প্রথম ধাপঃ প্রথমে আমরা বাংলা ফন্ট   সংগ্রহ করবো এক্ষেত্রে আমি Siyam Rupali ফন্ট  কেই পছন্দ করি। তবে SolaimanLipi র মত ফন্ট   হলেও কাজ করবে। ফন্ট ডাউনলোড করার জন্য বাংলা ফন্ট ফাইল  লেখাতে ক্লিক করুন। পাসওয়ার্ডঃ ০১৯২১৬৬৯৮৯৮।


দ্বিতীয় ধাপঃ ফন্ট ফাইল টি ডাউনলোড করা হলে ফাইলটি Extract করুন। ফাইলের মধ্যে দুটি ফন্ট পাবেন।


তৃতীয় ধাপঃ ফন্ট   দুটি কপি করুন এবং কন্ট্রোল পেনেলে গিয়ে ফন্ট   ফোল্ডারে পেস্ট করুন। 

 




চতুর্থ ধাপঃ আপনার ব্রাউজার ওপেন করুন আমি মজিলা ফায়ারফক্স ব্যবহার করছি। এবার টুলস মেনু থেকে অপশন এ ক্লিক করুন। কন্টেন্ট ট্যাবে ক্লিক করুন। ডিফল্ট ফন্ট হিসাবে দেখুন Times New Roman দেওয়া আছে। এখন ফন্ট   টি পরিবর্তন করতে হবে। আমি Siyam Rupali সিলেক্ট করছি এবং ফন্ট   সাইজ ১৮ করছি। এবার ওকে বাটনে ক্লিক করুন। আর বাংলা ওয়েব সাইট গুলো মনের মত ভিজিট করুন।
অর্থাৎ Tools >>> Options >>> Content >>> Default Font: Siyam Rupali >>> Size:18 >>> OK


ছবি দেখুনঃ




বিশেষ দ্রষ্টাব্যঃ টিউন টি যে কেউ কপি করতে পারবেন। তবে শুধু লেখকের নাম ও টিউনের উৎস উল্লেখ করলেই হবে। 

লেখকঃ-এ.এম.রবিউল ইসলাম  

       **************************************


উৎসঃ সহীহ বুখারী ১ম খন্ড [বাংলা ভার্সন], পেজঃ ২৯
*********************************

0 মন্তব্য(গুলি)

একটি মন্তব্য পোস্ট করুন