১. দিলের জং (গুনাহের কালিমা) মুছে যায়।
[ শুআবুল ঈমান ৩/৩৯, হাদীস নং-১৮৫৯ ]
২. আল্লাহ্ তা’আয়ালার মহব্বত বৃদ্ধি পায়।
[ সূরা আনফাল, ২/শুআবুল ইমান,৩/৩৯৪,হাদীস নং-১৮৬৩]
৩. প্রত্যেক হরফে কমপক্ষে ১০টি করে নেকী পাওয়া যায়, না বুঝে পড়লেও।
[ তিরমিযী, হাদীস নং-২৯১০, মুস্তাদরাক, হাদীস নং-২০৪০ ]
কেউ যদি বলে, না বুঝে পড়লে কোন লাভ নেই, তাহলে সে বাক্তি জাহেল বা বদদীন অথবা উভয়টি।
---সংগ্রহঃ কিতাবুস সুন্নাহ [ নবীজীর (সাল্লল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) সুন্নত ]--
0 মন্তব্য(গুলি)
একটি মন্তব্য পোস্ট করুন