লেবেলসমূহ:
ইসলাম »
ইসলামিক
মনোযোগ দিয়ে পড়ি, বোঝার চেষ্টা করি.........
১. ১০০ টাকা মসজিদে কতই না বড় দেখায়, অথচ শপিংমলে কত না ছোট !
২. মসজিদে দুই ঘণ্টা ইবাদত করা কত দীর্ঘ সময়, কিন্তু সিনেমা হলে তা দ্রুতই শেষ হয়ে যায় !
৩. তারাবীহ নামাজে দীর্ঘ ১ ঘণ্টা সময় লাগে, অথচ একটা ফুটবল ম্যাচ মাত্র ৯০ মিনিট !
৪. একটু ক্রিকেট ম্যাচ অতিরিক্ত সময় অতিবাহিত হলে কিছুই মনে হয় না বরং
উত্তেজনক… কিন্তু জুম’আর খুতবা একটু দীর্ঘায়িত হলে তা বিরক্তিকর !
৫. কোরআনের একটি আয়াত পড়া খুবই কষ্টকর মনে হয়, অথচ ২০০ পৃষ্ঠার উপন্যাস, গল্পের বই পড়া কত সহজ !
৬. কনসার্ট বা খেলার মাঠে সামনের আসনে বসার জন্য উদগ্রীব হই, অথচ মসজিদে পিছনের কাতারে বসতেও ইস্তত বোধ করি !
৭. সংবাদ পত্রের খবর আমরা কত সহজে বিশ্বাস করি, কিন্তু দুঃখের বিষয়
আল্লাহ্র বাণী, কোরআনের একটি আয়াত বিশ্বাস তথা মান্য করতে আমাদের অনেক
কষ্ট হয় !
৮. বিজ্ঞাপনের নোংরা লিফলেট অথবা অশ্লীল বিষয় কত দ্রুত ছড়িয়ে পড়ে, কিন্তু আল্লাহ্র বাণী প্রচার করতে আমরা হাজার বার চিন্তা করি !
সুতরাং আসুন মুসলমান ভাই ও বোনেরা চিন্তা করি আমাদের মুসলমানদের অবস্থান কোথায়।
সংগ্রহঃ মোহাম্মাদ কামরুল আহসান [ সংক্ষিপ্ত পরিমার্জিত ]
0 মন্তব্য(গুলি)
একটি মন্তব্য পোস্ট করুন