I Love ALLAH. Al-Qran is the complete code of life.

মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০১৩

ইংরেজী শিখি পর্ব-১

“চাচ্চু Molasses মানে কি?” কোন ছোট্ট ছেলে বা মেয়ে যদি প্রশ্নটা করে তাহলে আমি কি তাৎক্ষণিক উত্তর দিতে পারব Molasses মানে হচ্ছে গুড় ?

আমরা অনেকে ইংরেজী শেখার জন্য অনেক রকম চেষ্টা পরিশ্রম করি। অনেকে সফল হই অনেকে হফল হইনা। তবে ইংরেজী শেখার জন্য আর যাই হোক না কেন আমাদের প্রতিটি বিষয়, বস্তু ইত্যাদির ইংরেজী শব্দ জানতেই হবে। যেমন কলমের ইংরেজী শব্দ Pen, খাবারের ইংরেজী শব্দ Food ইত্যাদি আমাদের জানতেই হবে। ইংরেজী শিখতে গেলে প্রথমে গ্রামার নিয়ে বেশী টেনশন না করাই ভাল। বরং প্রতিটি জিনিসের ইংরেজী শব্দ আগে আমাদের জানা দরকার, তারপর গ্রামার নিয়ে ভাববো। তবে কেউ যদি ইংরেজী শব্দ শেখার সাথে সাথে গ্রামারটাও শিখে নেয়, তাহলে তো সোনায় সোহাগা।

যাই হোক আমরা প্রথমে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় ইংরেজী শব্দ শিখবো। প্রতি পর্বে আলাদা আলাদা বিষয় থাকবে। আজ থাকছে...   
   
[ফুল, ফল, খাদ্য সম্বন্ধীয়]

বাংলা
ইংরেজী
বাংলা
ইংরেজী
ফুল
Flower
ফুলের মালা
Garland
ফুলের পাপড়ি
Petal
ফুলের কুঁড়ি
Bud
গোলাপ
Rose
পদ্ম
Lotus
ফল
Fruit
আম
Mango
লেবু
Lemon
কমলালেবু
Orange
আপেল
Apple
আনারস
Pine-apple
আঙুর
Grape
নারকেল
Coconut
খেজুর
Date
তাল
Plam
তরমুজ
Water-melon
কাঁঠাল
Jack-fruit
গাছ
Tree
চারাগাছ
Plant
ঝোপঝাড়
Bush
ঘাস
Grass
গুল্ম
Shrub
বন
Forest
কাঠ
Wood
মোম
Wax
বীজ
Seed
শিকড়
Root
শাখা
Branch
ধান
Paddy
গম
wheat
ভাত
Rice
রুটি
Bread
পাউরুটি
Loaf
মাখন
Butter
গো মাংস
Beaf
মাংস
Meat
ডিম
Egg
খাদ্য
Food
প্রাতরাশ
Breakfast
দিপ্রাহরিক ভোজন
Lunch
সান্ধ্য ভোজন
Dinner
রাত্রির ভোজন
Supper
শাকসবজি
Vegetables
আলু
Potato
গাজর
Carrot
বেগুন
Brinjal
সিম
Bean
বাঁধাকপি
Cabbage
ফুলকপি
Cauliflower

মূলা
Radish
চিনি
Sugar
গুড়
Molasses
মধু
Honey
লবণ
Salt
মশলা
Spices
আদা
Ginger
রসুন
Garlic
লঙ্কা
Chilly
পিয়াজ
Onion

বিশেষ কথাঃ প্রতি পর্বের ইংরেজী শব্দগুলো যদি আমরা দ্রুত
মুখস্ত করে নেই তাহলে কিছু দিন পর আমাদের কি উন্নতি হল সেটা নিজেরাই বিচার করতে পারব।

0 মন্তব্য(গুলি)

একটি মন্তব্য পোস্ট করুন